মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

জামালপুরে উপজেলা চেয়ারম্যান সমর্থকদের হরতাল পালন

জামালপুর / ৩৪ সময়
আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

জামালপুরে উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের হরতাল পালন ।

পালনজামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সকাল থেকে হরতাল করছে সদ্য কারাদণ্ড প্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয়রা।

মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিছিন্নভাবে তারা সড়কে নেমে আন্দোলন করছেন।

এছাড়া সকল দোকানপাট, স্কুল বন্ধসহ সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷
আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান সাগর জানান- গতকাল একটি হত্যা মামলায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরপর মুক্তির দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা৷ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারক লিপিসহ বিকেলে বিক্ষোভ মিছিলও করার কথা জানান তারা৷

এদিকে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য হরতাল শিথিল করা হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর