এস সিও সম্মেলনে হাত মেলালেন শি চিং পিং-পুতিন
কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বা সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি চিন পিং যোগ দিলেও যোগ এবারও সম্মেলনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রতিনিধি হিসেবে সম্মেলনে থাকছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যদিও তুরস্ক জোটের সরাসরি সদস্য নয়। যোগ দিয়েছে ইরানও। খবর আল জাজিরা
২০০১ সালে গঠিত সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হল চীন, ভারত, ইরান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাজিকিস্তানসহ মোট ৯টি দেশ। পশ্চিমের এক মেরুক বিশ্বব্যবস্থার বিপরীতে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুকে প্রাধান্য দিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এই জোটের লক্ষ্য।
এই জোটের অন্যতম দুই প্রধান সদস্য রাশিয়া ও চীন পশ্চিমা প্রাধান্যের বিরুদ্ধে সরাসরি আওয়াজ তুলেছে। কিন্তু ভারত এ ক্ষেত্রে নমনীয়। দেশটি পশ্চিমা বিশ্ব এবং এই জোটের দেশগুলোর সঙ্গে কৌশলী সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে ভারতকে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। তাই টানা দুই সম্মেলন ধরে মোদির এই অনুপস্থিতি তাই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।