বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
র‌্যাবের গাড়ি থেকে আওয়ামী নেতাকে ছিনিয়ে নিলো পিস্তল বাপ্পি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে – খেলাফত মজলিস দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা দখলমুক্ত হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা ৩৪জেলায় নতুন জেলা প্রশাসক অন্তর্বর্তী সরকার  এএসপি আব্দুল্লাহিল কাফী সাময়িক বরখাস্ত শিক্ষা প্রশাসনে কর্মকর্তাদের রদবদল গোপালগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের বিচারের দাবিতে মানববন্ধন পুলিশ কমিশনার সাথে সিএমইউজে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে সাংবাদিক অপহরণ! জোর করে স্টাম্পে স্বাক্ষর আদায়

জামালপুর / ৫০ সময়
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

জামালপুর সদর পৌরসভা এলাকা হতে মোঃ আমিনুর রহমান নিপু নামে এক গণমাধ্যম কর্মীকে অপহরণ করে জোর পূর্বক ৩০০ টাকার সাদা স্টাম্পে স্বাক্ষর এবং তার স্ত্রীর নামে খোলা সোনালী ব্যংকের একটি চেক রেখে নির্যাতন করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অপহৃত সাংবাদিক মোঃ আমিনুল রহমান নিপু পিতা মৃত মেসবাহউদ্দিন দৈনিক সময়ের কথা জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।তিনি জামাল পুর সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডে বসবাস করে আসছেন।

গত ৬/৬/২৪ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটে মেলান্দহ হতে কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে জামালপুর পৌরসভার স্টেশন রোড বীজ গুদাম এর পিছনে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা জামাল পুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান আকন্দ (৬০) পিতা,মৃত আব্দুস সামাদ আকন্দ পাথালিয়া,আকন্দ বাড়ি,জামালপুর সদর এর নেতৃত্বে ৪/৫ টি মটর সাইকেলযোগে এসে ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী জোর পূর্বক তাকে আটক করে ফৌজদারি মোড়ে নিয়ে গিয়ে দুলাল ভেন্ডার এর দোকানে বসিয়ে ৩০০ টাকার সাদা স্টাম্পে স্বাক্ষর এবং স্ত্রীর সোনালি ব্যংক শাখার একটি পাতায় আমিনুর রহমান নিপুর স্বাক্ষর রেখে ছেড়ে দেন বলে জানা গেছে।

এ সময় তারা তাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে টানা- হেঁচড়া করে চর থাপ্পড় মারতে মারতে তার পরনের পাঞ্জাবী ছিড়ে ফেলা হয়।কোন রকম মামলা মোকদ্দমা করলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।এ সময় তার নিকট ১২ লাখ টাকা দাবি করেন,টাকা না দিলে সাদা স্টাম্প এবং চেকের পাতায় তাদের ইচ্ছামাফিক অংক বসিয়ে মামলা করার হুমকি দিয়ে চলে যান।এতে করে ভয় এবং আতঙ্কে দিন পার করছেন সাংবাদিক আমিনুর রহমান নিপুর পরিবার।ঘটনাস্থলে পৌরসভা হতে সিসি ক্যামেরা স্হাপন করা হলেও, সেগুলো নষ্ট হওয়ায় অপহরণের ফুটেজ সংগ্রহ করা যায় নি।

এ ব্যপারে সাংবাদিক আমিনুল রহমান নিপু জানান,ভূমিদস্যু চক্রের হোতা খলিলুর রহমান এর সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ থাকায় তিনি অন্যায়ভাবে আটক করে আমার নিকট ১২ লাখ টাকা দাবি করেন,আমি অপারগতা প্রকাশ করলে সাদা স্টাম্প এবং সাদা চেকের পাতা রেখে শারীরিক নির্যাতন করে ছেড়ে দেন।আমি ও আমার পরিবার ভয় ও আতঙ্কে দিন পার করছি।উক্ত ঘটনায় আমি মামলা করার প্রস্তুতি গ্রহন করছি।অপহরণ ঘটনার ব্যপারে দোলাল ভেন্ডার জানান,ঐ দিন রাতে তারা আমিনুল হক নিপু কে নিয়ে আমার এখানে এসে সাদা স্টাম্প এবং চেকের পাতায় স্বাক্ষর নেন।

অপহরণের ব্যপারে,জামালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান জানান,আমার সাথে টাকা পয়সার লেনদেন আছে,আপনি আসেন সাক্ষাতে কথা বলি।
জামালপুর পৌরসভা ২ নং ওয়ার্ড কমিশনার রুনু খানের মোবাইল যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুম রেজা রহিম বলেন,বিষয়টি আমার জানা নাই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

জামাল পুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন,এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর