লোহাগড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গো্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন
নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পযার্য়ের টুর্নামেন্টের খেলা শুভ উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে লোহাগড়া লক্ষীপাশা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে(মোল্যার মাঠ)ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোম। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল লিওন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গো্ল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা ৯ জুলাই হতে ১১ জুলাই পযর্ন্ত চলবে।
উদ্ধোধনী খেলায় জয়পুর ইউনিয়নের মরিচ পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালনগর ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌর সভার বালক ও বালিকাসহ মোট ২৬ টি দল অংশ নিচ্ছেন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
========