রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

গাজীপুরে তহসিলদার আব্দুল আলিমের ঘুষ বাণিজ্য

বিশেষ প্রতিনিধি / ৬২ সময়
আপডেট: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
Oplus_131072

গাজীপুর কালিগন্জ জাঙ্গালীয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আঃ আলীমের বিরুদ্ধে ব্যপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।জাঙ্গালীয়া ইউনিয়ন ভূমি অফিসে সদ্য যোগদান করলেও তার পূর্ব কর্মস্হল মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস তার পূর্বে শ্রীপুর বরমী ভূমি অফিসে থাকা কালীন বিভিন্ন অনিয়মের তথ্য উঠে এসেছে। তার টেবিলে টাকা ছাড়া ফাইল নড়ে না। লাখ লাখ টাকার বিনিময়ে সরকারি খাস জমি বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলাকে খাসজমি বরাদ্দ দিয়ে কয়েক কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগও উঠছে।

কয়েকজন সেবাপ্রার্থী জানান, মির্জাপুর ভূমি অফিসে জমির ধরন ও পরিমাণ অনুযায়ী ঘুষ নেওয়া হয়। সাধারণ খারিজে ১০-১৫ হাজার টাকা করে দিতে হয়।টাকা না দিলে নানাভাবে হয়রানি করা হয়।এ ছাড়া মূল জোতের খাজনা বেশি হলে কর্মকর্তারা ঘুষের বিনিময়ে সরকারের রাজস্ব আদায় কম দেখান।এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে সেখানে।এভাবে মাসে লাখ লাখ টাকার বাণিজ্য হচ্ছে।

গত ১৬ ই মে ২০২৪ তারিখ বৃহস্পতিবার সেলিম মিয়া (৬০) নামে বৃদ্ধ চা দোকানী কে বেধড়ক পিটিয়ে আহত করেন উপ-সহকারী আঃ জব্বার। আব্দুল জব্বার এর দাবি, বৃদ্ধের নিকট সরকারি কাগজ পত্র দেখে তাকে থামতে বললে,তিনি দৌড় দেন।অন্য দিকে ভূমি সহকারী আব্দুল আলিমের বক্তব্য, আমি তাকে বাহির হতে স্টাম্প আনতে বলেছিলাম, সরকারি কোন কাগজ পত্র দেওয়া হয়নি।তবে কার বক্তব্য সঠিক! এত সকল অনিয়মের পরেও শাস্তি হিসেবে শুধু বদলি করা হয়েছে বলে জানা গেছে। জাঙ্গালিয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাকে পাওয়া যায় নি।

এ ব্যাপারে ভূমি সহকারী কর্মকর্তা আবদুল আলীমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন,আমার পরিচিত সাংবাদিক ভাই আছে গাজীপুর শিবপুরে আপনারা সেখানে আসেন,চা খাই।দেখি আপনাদের জন্য কি করতে পারি।

======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর