মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ১৪০ সময়
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২-জুলাই) বিকাল সাড়ে-৩ টায় শ্রীনগর স্টেডিয়াম মাঠে অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, আ.লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাড. কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার সুমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তন্তর ইউনিয়নকে ১-০ গোলের পরাজিত করে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ ২য় রাউন্ডে উঠেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর