মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত! চালক পলাতক

এম এ হানিফ রানা(গাজীপুর) / ৭২ সময়
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

গাজীপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাসের চালক, হেলপার সবাই পলাতক রয়েছে।

আজ ( ১৪ জুন) সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূএাপুরের কাছে, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূএে যানা যায়, নিহত জিহান ফরহাদ(৪৫) আনুমানিক সকাল ৮.৩০ মিনিটের দিকে গাজীপুর চন্দ্রা হতে টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা হোন মোটরসাইকেল নিয়ে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আবুল মোনেম কনস্ট্রাকশনের বিপরীতে আসলে জ-১১-০২২৮ বাসটি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে আসতে থাকে এবং ঢাকা মেট্রো হ-২৬-৭৫৭৪ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জিহান ফরহাদ গুরুতর রক্তাক্ত ও আহত হন। এবং এক্সিডেন্ট এর পরই ঘাতক বাস চালক এবং হেলপার পালিয়ে যায়।

পরে স্হানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর কালিয়াকৈর শ্রীফলতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষার পর মৃত বলে ঘোষণা দেন। দূর্ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) ইসরায়েল হোসেন শ্রীফলতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এবং নাওজোর হাইওয়ে থানায় নিয়ে আসেন। বর্তমানে ঘাতক বাসটি থানাতে নিয়ে আসা হয়েছে।

মৃত জিহান ফরহাদের বাবার নাম আব্দুল হাকিম মাতা মোসাঃ ফাতেমা বেগম,সাং সামান্তপুর, পোস্ট অফিস গাজীপুর, থানা বাসন, জেলা গাজীপুর। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মৃত জিহান ফরহাদের স্ত্রী আশরাফুন নাহার ও তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে নাওজোর হাইওয়ে থানা পুলিশ।

=====


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর