শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

হালনাগাদ লাইসেন্স ছাড়াই চলছে আন-নুর ডায়াগনষ্টিক সেন্টার

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ৮০ সময়
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

হালনাগাদ লাইসেন্স ছাড়াই চলছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় আন-নূর ডায়াগনস্টিক সেন্টার।

জানাযায়,জেলার টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল চৌরাস্তায় অবস্থিত আন-নূর ডায়াগনষ্টিক সেন্টার নামে প্রতিষ্ঠানটি দীর্ঘ ১বছর যাবৎ নবায়নকৃত লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানের ফার্মেসিতে তাদের ড্রাগ লাইসেন্স ও বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো ফার্মাসিস্ট নাই। এমনকি পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্সও নাই তাদের।এর আগেও লাইসেন্স না থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আন নূর ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানে হালনাগাদ লাইসেন্স নাই। গত ২০২২/২৩ অর্থ বছরের লাইসেন্স দিয়েই তারা তাদের প্রতিষ্ঠান চালিয়ে আসছেন।পরিবেশ ছাড়পত্র, ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট সার্টিফিকেট,ফায়ার লাইসেন্স কিছুই দেখাতে পারেননি তারা।

প্রতিষ্ঠানটির মালিকের ছেলে ডা. সোহাগ বলেন, আমাদের সবকিছুই আবেদন করা আছে।আগামী কয়েক মাসের মধ্যে সব কাগজ হয়ে যাবে।গত ১বছর যাবত হালনাগাদ লাইসেন্স ছাড়া কিভাবে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন জানতে চাইলে, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাস বলেন, আমার জানা মতে ওই প্রতিষ্ঠানে লাইসেন্স হয়েছে।যদি নবায়ন না থাকে তাহলে বিষয়টি দেখবো।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডাঃ মনজুরুল আলম বলেন, বিষয়টি জানা ছিলনা। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর