বাইকের সামনে শিয়াল! দূর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার
বাইকের সামনে দিয়ে শিয়াল দৌড়ানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার। প্রভাষক স্বামীর সঙ্গে বাইকযোগে যাচ্ছিলেন প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমা খাতুন (৪৭)। হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে শিয়াল দৌঁড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি।
এ দুর্ঘটনায় গুরুতর আহত ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৬ জুলাই) সকালে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ী এলাকায়।
নিহত ফাতেমা খাতুন (৪৭) উপজেলার গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তালম ইউনিয়নের গুল্টা গ্রামের প্রভাষক মুত্তালিব শিশিরের স্ত্রী।
সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান।
নিহতের দেবর সোনালী ব্যাংক লিমিটেড তাড়াশ শাখার সিনিয়র অফিসার মো. মোস্তাক আহম্মেদ জানান, শুক্রবার সকালে তার ভাই ও ভাবী তাড়াশ সদর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তারা আসানবাড়ী এলাকায় এলে হঠাৎ রাস্তার মাঝ দিয়ে শিয়াল দৌঁড় দেয়। এতে মোটরসাইকেল উল্টে ফাতেমা খাতুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।