মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

সার্কিট হাউসের গেটের ছাদ ধসে ৪ শ্রমিক আহত

নওগা / ৩৮ সময়
আপডেট: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউসের নবনির্মিত গেটের পিলার, ছাদ ও সাটারিং ভেঙে পড়ে চার শ্রমিক আহত হয়েছেন।

রোববার ( ২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন- নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো (৪০), শহরের চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে বাবু (৪২), সদর উপজেলার মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন (৪০) এবং সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন (৪০)। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

শ্রমিকরা জানান, সার্কিট হাউসের নির্মাণাধীন গেটটি হঠাৎ ভেঙে পড়ে। এসময় সাটারিংয়ের নিচে চাপা পড়েন চার শ্রমিক। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করান।

খবর পেয়ে জেলা প্রশাসক গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজ নেন।

নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী
মিজানুর রহমান জানান, ঢালাইয়ের সময় সাটারিং ভেঙে পড়েছে। এটি তো ঠিকাদারি প্রতিষ্ঠানের দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর