মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে ২৩৪ জন

নিজস্ব প্রতিবেদক / ৫০ সময়
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে ২৪৩ জন ।রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে সহিংসতার ঘটনায় সকাল থেকে এ পর্যন্ত ২৩৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য টিকিট দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬৭ জনকে ভর্তি নেওয়া হয়েছে।

চিকিৎসকের নির্দেশক্রমে তাদের আলাদা ভর্তি ফাইল তৈরি করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশেরই বুলেট আঘাত।

 

ঢামেক হাসপাতালের টিকিট কাউন্টারের ইনচার্জ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শাহবাগ, শনিরআখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, প্রেসক্লাব, পল্টন, কারওয়ান বাজার, মুন্সিগঞ্জসহ আরও কয়েকটি জেলা থেকে আহতরা চিকিৎসা নিতে আসেন। অধিকাংশ রোগী রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে আসেন।

এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, রাজধানীর দুয়েক জায়গা থেকে তিনজনকে আহত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আবুদল্লাহ সিদ্দিকী, সায়দুল ইসলাম ও অজ্ঞাতনামা আরেকজন।

এছাড়া হাসপাতালের অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ তিনজনের মরদেহ হাসপাতালে নথিভুক্ত থাকলেও আরও কয়েকজনের মরদেহ হাসপাতালে আনা হয়। তাদের নথিভুক্ত করা হয়নি। হাসপাতালে আনা উদ্ধারকারীরা তাদের আবার নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে আবুদল্লাহ সিদ্দিকী ও অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর