মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ মিলিয়ন ডলার দেবে দ: কোরিয়া

নিজস্ব প্রতিবেদক / ৩০ সময়
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ মিলিয়ন ডলার দেবে দ: কোরিয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে ২০২৪ সালে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে কোরিয়া প্রজাতন্ত্র।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।

ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস জানায়, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএর মাধ্যমে চলতি  বছর এই মানবিক সহায়তা দেওয়া হবে। ২০১৭  সাল থেকে রোহিঙ্গাদের জন্য কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে।

সে অনুযায়ী বছরে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অব্যাহত রেখেছে। এই বছরের তহবিল আগের বছরের তহবিলের তুলনায় তিনগুণ বেশি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে এটিই সবচেয়ে পরিমাণে বড়।

কোরিয়া প্রজাতন্ত্র আশা করে, কোরিয়া প্রজাতন্ত্রের অর্থায়ন যৌথ সাড়াদান পরিকল্পনা -জেআরপি, ২০২৪ বাস্তবায়ন এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তায় অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর