সংবাদ শিরোনাম
বন্যার পানিতে তলিয়েছে নলিতাবাড়ি
বন্যার পানিতে তলিয়েছে শেরপুরের অধিকাংশ এলাকা।শেরপুরের নলিতাবাড়ি এলাকায় বন্যার পানিতে প্লাবিত হওয়ায় ঘর-বাড়ি রান্নাঘর গোয়ালঘর ঈদগাহ মসজিদসহ পানিতে ভাসছে যে কারণে জনজীবন হয়ে উঠেছে দূর্বিষহ।
ক্ষয়ক্ষতির মুখে পড়েছে গবাদিপশু থেকে শুরু করে কৃষি খামারিরা।
নালিতাবাড়ী মৎস্য চাষ নির্ভর হওয়ায় এই ক্ষতির পরিমানও ব্যাপক। চাষের খামার ও পুকুরের মাছ বন্যায় ভেসে গেছে। বিপাকে পড়েছে খামারিরা।
খাবার পানিসহ শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।
আমার জন্মভূমি শেরপুরবাসী ভালো নেই। সকলের নিকট দোয়া চাই। জন্মের পর এমন বন্যার সম্মুখীন হইনি কখনো। নালিতাবাড়ী মৎস্য চাষ নির্ভর হওয়ায় এই ক্ষতি অপূরণীয়। আমাদের ৫ টি পুকুরের মাছ বন্যায় ভেসে গেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর