বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

অভিনব কায়দায় মুদি ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট

ইসমাইল আশরাফ,বিশেষ প্রতিনিধি / ৬৯ সময়
আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি (জামুরটারী) এলাকায় একটি বাড়িতে হামলা, গোডাউন লুটপাটের ঘটনায় আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ আইয়ুব মাহমুদ নামে এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১১নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সাপ্টিবাড়ি বাজারের মুদি ব্যাবসায়ী সাপ্টিবাড়ি জামুরটারী এলাকার মোঃ সহির উদ্দিন হেবলার ছেলে মোঃ আইয়ুব মাহমুদের সাথে টিপু গুল কোম্পানির এসআর মোঃ মানিক মিয়ার(৪৭) সাথে দোকানে মালামাল দেয়া নেয়ার বিষয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই সময়ে বাজারের লোকজনের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হয়ে যায়। কিন্তু মানিক মিয়া আইয়ুব মাহমুদকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় এবং চৌকস মানিক মিয়া ভুক্তভোগী আইয়ুব মাহমুদের বাসায় হামলা চালিয়ে লুটপাটের পরিকল্পনা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২নভেম্বর) রাত আনুমানিক ১.৩০ ঘটিকায় আইয়ুব মাহমুদের বাড়িতে মানিক মিয়া দলবল নিয়ে আসে এবং তাকে ডাকতে থাকে। তখন আইয়ুব মাহমুদের বাবা উঠে বলে তার ছেলে বাড়িতে নাই। তখন তারা চলে যায় এবং পুনঃরায় আনুমানিক রাত ২.৩০ ঘটিকায় সংঘবদ্ধ হয়ে আবার অটো ভ্যানসহ ফিরে এসে হামলা চালায় এবং গেট ভেঙ্গে বাড়িতে ঢুকে লুটপাট করে।

উল্লেখ্য যে, আইয়ুব মাহমুদ আকিজ ব্রেকার্স ও প্রাইম পুস্টি কোম্পানির বিভিন্ন ভোগ্য পণ্য সামগ্রীর ডিলার। অভিযোগে উল্লেখ করেন, নগদ ছয় লক্ষ টাকা, স্বর্ণালংকার ( ১লক্ষ) ও ডিলার শিপের গোডাউনের মালামাল (তিন লক্ষ) অটোরিকশা যোগে লুট করে নিয়ে যায় মানিক মিয়া, তার তিন সহোদর রতন, শামীম ও সুমনসহ আরো ১২/১৪ জন। মানিক মিয়া আদিতমারী উপজেলার সারপুকুর তেলিপাড়া এলাকার মৃত- একরামুল হকের ছেলে বলে জানা গেছে।

ওই সময়ে ডাক চিৎকার শুনে এলাকার লোকজন আসতে থাকলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, আইয়ুব মাহমুদ এর বাড়িতে আহাজারি। তার স্ত্রী বলেন, আমার স্বামী বাড়িতে ছিলো না। আমাকে ভয়ভীতি দেখিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সবকিছু লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী আইয়ুব মাহমুদ বলেন, সামান্য কথা কাটাকাটিতে মানিক আমার এতোবড় সর্বনাশ করবে ভাবতে পারিনি। আমি পথে বসে গেলাম, ধারদেনা কিভাবে মিটাবো ভাবতে পারছিনা। পরিকল্পিত ভাবেই তারা আমার সাথে বিবাদ সৃষ্টি করে আমার টাকা, ডিলার শিপের মালামাল নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার প্রর্থনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর