বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

পিলখানা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২৪ সময়
আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
পিলখানা হত্যাকান্ডে বিডিআর সদস্যদের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে 
পিলখানা হত্যাকান্ডে বিডিআর সদস্যদের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে 

পিলখানা হত্যাকান্ডে বিডিআর সদস্যদের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে  দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পিলখানা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যগণকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যগণকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিআর সদস্যগণ, বিডিআর পরিবারবর্গ-সন্তানেরা।

মানববন্ধনে বক্তারা বলেন,পিলখানা হত্যাকান্ড তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের জঘন্যতম একটি ঘটনা। ঐ ঘটনায় আমরা ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা সহ ৭৪ জন দেশ প্রেমিককে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনো সহস্রাধিক নিরাপরাধ বিডিআর সদস্যদের জেল খানায় বন্দী করে রাখা হয়েছে ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যদেরকে জেল-জরিমানা সহ অন্যায় ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। বক্তারা বলেন,দীর্ঘ ১৫ বছর যাবৎ ভূক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ ও পরিবার ন্যায় বিচার হতে বঞ্চিত হয়ে সমাজে অবহেলা অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে বসবাস করছি তাই বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন- আমরা মজলুম, আমাদের প্রতি অন্যায়-জুলুম এবং অবিচার করা হয়েছে হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবার গুলোকে পথে বসিয়ে দিয়ে মানবেতর জীবন যাপনের দিকে ঠেলে দেয়া হয়েছে। চাকুরিচ্যুত এবং বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়ার বিষয়টি ছিল একটি প্রহসন মূলক কাজ।

দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ বর্তমান অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে তিনটি দাবী রেখেছে। দাবী গুলো হলো – ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারে নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনো জেল খানায় আটক রাখা হয়েছে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করনসহ নিরপরাধ বিডিআর ভাইদেরকে অনতিবিলম্বে জেল খানা হতে মুক্তি দিন। চাকুরীচ্যুত এবং কারাদন্ড প্রাপ্ত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পূর্ণবহাল করতে হবে। এবং জুলাই-আগস্ট ২৪ সালে বৈষম্য রিরোধী আন্দোলনের বর্তমান অন্তর্বতীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন আপনারা আমাদের হারানো সম্মানসহ চাকুরী ফিরিয়ে দিন, আমাদের পরিবারের প্রতি মানবিক হন, আমাদেরকে চাকুরীতে পুনবহাল করে পুনরায় দেশ সেবার সুযোগ করে দিন। মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়েক সুবেদার সহকারী আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান,জেলা সমন্বয়ক হাসিবুল ইসলামসহ সদস্য নায়েক সহকারী মোসলেম উদ্দিন, নায়েক মোঃ কামরুজ্জামান, নায়েক সুবেদার সেকেন্দার আলী, দেলোয়ার হোসেন লাইজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর