গাজার জন্য যুক্তরাজ্যের £২০ মিলিয়ন মানবিক সহায়তা ঘোষণা

গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলায় নতুন করে £২০ মিলিয়ন (প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এই অর্থের মাধ্যমে গাজার মানুষের জন্য পানীয় জল, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এই সহায়তা জাতিসংঘের সংস্থা UNICEF, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (NRC)–এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই সহায়তার মধ্যে
-
£৯.৭ মিলিয়ন বরাদ্দ থাকবে UNICEF-এর জন্য—যা গাজায় নিরাপদ পানীয় জল, স্যানিটেশন ও শিশুস্বাস্থ্য সেবায় ব্যয় করা হবে।
-
£৭ মিলিয়ন দেওয়া হবে WFP-কে, যাতে খাদ্য সহায়তা ও অপুষ্টি প্রতিরোধে ব্যবহৃত হয়।
-
আর £৩.৫ মিলিয়ন NRC পাবে, যা বসতবাড়ি মেরামত, শরণার্থী পরিবার পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমে ব্যবহার করা হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন,
“গাজার মানুষ ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। তাদের মৌলিক চাহিদা পূরণে যুক্তরাজ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তবে মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে বাধা রয়েছে বলেও সতর্ক করেছে Norwegian Refugee Council (NRC)। সংস্থাটি জানিয়েছে, মানবিক সংস্থাগুলোর পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত না হলে সহায়তা কার্যক্রম ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে।
গাজায় চলমান যুদ্ধবিরতির পরও খাদ্য, পানি ও চিকিৎসা সংকট অব্যাহত রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ২০ লাখেরও বেশি মানুষ বর্তমানে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।