জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন

গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সদ্য সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেনকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্রের ১৫(গ) ধারায় সাজ্জাদ হোসেনকে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান এবং গঠনতন্ত্রের ১৫(খ) ধারার আলোকে পদোন্নতির মাধ্যমে দলের বৃহত্তর স্বার্থে তাকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হলো।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন,
“গত ২০ অক্টোবর আমি চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানতে পারি যে, আমাকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আমি আমার দলের চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন,
“আমি দীর্ঘ ১০ বছর মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি এবং ৫ বছর গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের প্রতি আমার নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার সম্ভ্রান্ত মিয়া পরিবারের সন্তান সাজ্জাদ হোসেন স্থানীয়ভাবে ‘ছোট মিয়া’ নামে পরিচিত। তিনি মরহুম আব্দুল জলিল মিয়ার কনিষ্ঠ পুত্র ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার ছোট ভাই।