বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা সভা হয়েছে “বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণ”

জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন

বিশেষ প্রতিনিধি: মো: ছিরু মিয়া / ৪৩ সময়
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সদ্য সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেনকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্রের ১৫(গ) ধারায় সাজ্জাদ হোসেনকে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান এবং গঠনতন্ত্রের ১৫(খ) ধারার আলোকে পদোন্নতির মাধ্যমে দলের বৃহত্তর স্বার্থে তাকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হলো।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন,

“গত ২০ অক্টোবর আমি চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানতে পারি যে, আমাকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আমি আমার দলের চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন,

“আমি দীর্ঘ ১০ বছর মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি এবং ৫ বছর গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের প্রতি আমার নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার সম্ভ্রান্ত মিয়া পরিবারের সন্তান সাজ্জাদ হোসেন স্থানীয়ভাবে ‘ছোট মিয়া’ নামে পরিচিত। তিনি মরহুম আব্দুল জলিল মিয়ার কনিষ্ঠ পুত্র ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর