বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা সভা হয়েছে “বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণ”

ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোহেন ডুমুরিয়া। খুলনা / ৩৭ সময়
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সিনজেন্টা বাংলাদেশ কোম্পানি লিমিটেডের উদ্যোগে রিটেইলারদের নিয়ে একদিনের মতবিনিময় কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া বাজারের মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী সরদার মনিরুজ্জামান। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৫০ জন কৃষি পণ্য রিটেইলার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনজেন্টা বাংলাদেশ কোম্পানি লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র টেরিটোরি অফিসার কে. এম. বদিউজ্জামান হৃদয়, এসএপিও মো. আল মামুন, পরিবেশক মো. আজহারুল ইসলাম এবং ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন
বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তিনির্ভর বীজ, সঠিক সার ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত রিটেইলারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা শেষে রিটেইলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


কর্মশালায় উপস্থাপিত কৃষি নির্দেশনা

কর্মশালায় সিনজেন্টা কোম্পানির প্রতিনিধিরা হাইব্রিড ধান বীজ উৎপাদন, রোপণ, সার ব্যবস্থাপনা ও সেচ পদ্ধতি নিয়ে বিশদ দিকনির্দেশনা দেন।

বীজ অঙ্কুরোদ্গম পদ্ধতি:

হাইব্রিড ধানের বীজ প্রথমে প্যাকেট থেকে বের করে ৩০ দিন ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। পরে পরিষ্কার পানিতে ধুয়ে ১০–১২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে এবং আরও ১০–১২ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি নিংড়ে ফেলতে হবে।

বীজের হার:

প্রতি একরে প্রয়োজন ৫ কেজি বীজ

জমি প্রস্তুতি ও সার ব্যবস্থাপনা:

জমি সমান করে প্রতি শতাংশে ১ কেজি পচা গোবর, ৩০০ গ্রাম টিএসপি, ৬০০ গ্রাম এমপি এবং ৪০০ গ্রাম জিপসাম সার মিশিয়ে বেড তৈরি করতে হবে। প্রতিটি বেডের প্রস্থ ১ মিটার এবং বেডের মধ্যে ৫০ সেন্টিমিটার ফাঁক রাখতে হবে।

রোপণ পদ্ধতি:

২৫–৩০ দিন বয়সী চারা ৮ ইঞ্চি দূরত্বে সারি করে রোপণ করতে হবে। প্রতি সারিতে ৬ ইঞ্চি ব্যবধানে একটি করে সুস্থ চারা লাগাতে হবে।

সার প্রয়োগের সময়সূচি (সিনজেন্টা হাইব্রিড ধান):

১ম উপরি প্রয়োগ: রোপণের ১৫–২০ দিন পর
২য় উপরি প্রয়োগ: রোপণের ৩০–৩৫ দিন পর
৩য় উপরি প্রয়োগ: রোপণের ৪০–৪৫ দিন পর

প্রতি একরে ১.৫ কেজি “ম্যাগমা” ও ৬ কেজি “গ্লোজিন” সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

সেচ ব্যবস্থাপনা:

চারা রোপণের সময় ২–৩ সেমি পানি রাখতে হবে। পরবর্তীতে ১০–১৫ দিন পর্যন্ত ২–৪ সেমি পানি ধরে রাখা ও কুশি পর্যায়ে জমি শুকিয়ে পুনরায় সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। ফসল পাকার ১০ দিন আগে জমি থেকে পানি বের করে দিতে হবে।

আগাছা, রোগ ও পোকা দমন:

প্রয়োজনে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

ফসল সংগ্রহ:

ফুল আসার ৩০–৩২ দিন পর শতকরা ৮৫ ভাগ ধান সোনালি বর্ণ ধারণ করলে ফসল কাটার উপযুক্ত সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর