বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা সভা হয়েছে “বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণ”

এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম: / ১৬ সময়
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
e-passport, e-gate, ministry-of-home-affairs, expatriates, remittance-warriors, airport-facility, bangladesh-airport
e-passport, e-gate, ministry-of-home-affairs, expatriates, remittance-warriors, airport-facility, bangladesh-airporte-passport, e-gate, ministry-of-home-affairs, expatriates, remittance-warriors, airport-facility, bangladesh-airport

আগামী এক সপ্তাহের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে ই-পাসপোর্টধারীরা পাসপোর্ট স্ক্যান করে সহজে ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “ই-গেট ইনস্টল হয়ে গেছে। হয়তো দুই-চার দিনের মধ্যেই চালু করা যাবে। মোটামুটি এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে।” তবে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি।

সভায় রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “এখন থেকে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি সবার মতো সমান থাকবে। তারা যেন ন্যায্য সম্মান পান, এজন্য আপাতত পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতটুকু কমানো হবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই প্রবাসীরা যেন বিমানবন্দর থেকে শুরু করে বিমানে ভ্রমণের সময়ও ভালো সেবা পান। বিমানের ভাড়া কমানো সম্ভব হলে সেটাও বিবেচনা করা হবে। যেহেতু এটি বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক বিষয়, তাই লাভজনক অবস্থার মধ্যেই যতটা সুবিধা দেওয়া যায় তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।”

এছাড়া উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের জন্যও ই-পাসপোর্ট চালু করে দেওয়া হবে, যাতে তারা একইভাবে ই-গেট সুবিধা নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর