এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “ই-গেট ইনস্টল হয়ে গেছে। হয়তো দুই-চার দিনের মধ্যেই চালু করা যাবে। মোটামুটি এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে।” তবে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি।
সভায় রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “এখন থেকে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি সবার মতো সমান থাকবে। তারা যেন ন্যায্য সম্মান পান, এজন্য আপাতত পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতটুকু কমানো হবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই প্রবাসীরা যেন বিমানবন্দর থেকে শুরু করে বিমানে ভ্রমণের সময়ও ভালো সেবা পান। বিমানের ভাড়া কমানো সম্ভব হলে সেটাও বিবেচনা করা হবে। যেহেতু এটি বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক বিষয়, তাই লাভজনক অবস্থার মধ্যেই যতটা সুবিধা দেওয়া যায় তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।”
এছাড়া উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের জন্যও ই-পাসপোর্ট চালু করে দেওয়া হবে, যাতে তারা একইভাবে ই-গেট সুবিধা নিতে পারেন।