ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সোমবার, ২০ অক্টোবর ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শীতকালীন শাকসবজি (হাইব্রিড ও ইনব্রিড) ও বিভিন্ন রবিশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডুমুরিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাস্তবায়নে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশেল আহমেদ, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, এসএপিপিও আলী হাসান, এবং অ্যাডভোকেট আলমগীর কবির।
এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, অমিত বিশ্বাস, অশিনটন, নুরুন্নাহার, কৃষক রাশিদা পারভিনসহ অন্যান্য কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও স্থানীয় জনসাধারণ।
অনুষ্ঠানে জানানো হয়, রবি মৌসুমে মাঠ ও বসতবাড়িতে সবজি ও রবিশস্য চাষে সহায়তার অংশ হিসেবে ৮৩০ জন সবজি চাষি এবং ৯৭৫ জন রবিশস্য চাষির মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উৎসাহিত হবেন এবং স্থানীয় পর্যায়ে সবজি ও রবিশস্য উৎপাদন বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকের আয়ও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কৃষক ও কৃষাণিদের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।