‘আব্বা বাহিনী’র হাতে খুন, সেই মামলায় জড়ানো হচ্ছে নির্যাতনে এলাকাছাড়া তিন ভাইকে
ঢাকার উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জে ‘আব্বা বাহিনী’র হাতে এক যুবক খুনের মামলায় আসামি করা হয়েছে তিন সহোদরকে। ওই হত্যাকাণ্ডে আব্বা বাহিনীকে তাঁরা সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ পুলিশের। তবে তিন ভাইয়ের স্বজনেরা বলছেন, উল্টো তাঁরাই আব্বা বাহিনীর হামলার শিকার হয়ে দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন। নিহত যুবকের স্ত্রী ও মামলার বাদীও তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহের কথাও তিনি বলেননি।
তিন সহোদরকে যে মামলার আসামি করা হয়েছে, সেটি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাইফুল ইসলাম ওরফে রাসেল হত্যাকাণ্ড। সাইফুলও আব্বা বাহিনীর সদস্য ছিলেন। চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে গত ১০ জানুয়ারি রাতে তাঁকে নির্মম নির্যাতন করে হত্যা করেন আব্বা বাহিনীর সদস্যরা। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।