শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

তুরাগে ডাকাতি চক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৮১ সময়
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্র প্রদর্শন করে ডাকাতি করা চক্রের প্রধানসহ চার জনকে গ্রেফতার করেছে রাজধানীর তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো চক্রের প্রধান মোঃ ইকবাল হোসেন, মোঃ আনিসুর রহমান আশিক, মোঃ সজিব মিয়া ও বিশ্বজিৎ তালুকদার পার্থ।

গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি, একটি ব্যাগ ও লুন্ঠিত ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি তুরাগের নয়ানিচালা গ্রামের একটি বাড়িতে ও ৩ মার্চ তুরাগের ধউর এলাকার একটি বাসায় গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্র প্রদর্শন করে ডাকাতির ঘটনা ঘটে। উভয় ঘটনায় তুরাগ থানায় পৃথক দুইটি মামলা রুজু হয়।

মামলা দুটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে তুরাগ থানা পুলিশ।

এরপর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাইদ মিয়ার নেতৃত্বে তদন্ত টিম গত ৩ মার্চ ধউর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনিসুর রহমান আশিককে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১০ মার্চ ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সজিব মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মোতাবেক টঙ্গী চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার বিক্রির দোকানদার বিশ্বজিৎ তালুকদার পার্থকে গ্রেফতার করা হয়।

এ সময় তার দোকান থেকে ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যা ডাকাতি করে এনে তার দোকানে বিক্রি করা হয়েছিল। গ্রেফতারকৃত তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে মোঃ আনিসুর রহমান আশিক ও মোঃ সজিব মিয়া আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার সিলেট মহানগরের জালালাবাদ থানার বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে উক্ত দুইটি ডাকাতির ঘটনার প্রধান অভিযুক্ত মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় তুরাগের ধউর এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃতরা গ্রিল কেটে বাসা-বাড়িতে ডাকাতি করার পাশাপাশি রাস্তা-ঘাটেও অস্ত্র দেখিয়ে ডাকাতি করতো।

গ্রেফতারকৃত মোঃ ইকবাল হোসেনেরর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে তুরাগ ও আশুলিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর