শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে চাঁদাবাজি করার সময় গ্রেফতার-৪
মুন্সীগঞ্জ শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে ফারুক বাহিনীর চাঁদাবাজি করতে গিয়ে চারজন গ্রেফতার হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন। ১। মোঃ আবু বক্কর সিদ্দিক (১৯), পিতা-মোঃ হাতেম আলী, মাতা-মোছাঃ হোসনেয়ারা বেগম, স্থায়ী সাং-বড়গুষ্ঠি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, বর্তমান সাং-হাটলক্ষীগঞ্জ, থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সীগঞ্জ,
২। মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত শুক্কুর আলী, মাতা-মৃত রহিমা বেগম, সাং-চর কিশোরগঞ্জ মোল্লা পাড়া, ৩। মোঃ মোবারক হোসেন (৫৪), পিতা-মোঃ মহিউদ্দিন মিয়া, মাতা-মোছাঃ নুরুন্নাহার বেগম, সাং-উত্তর কোটগাঁও, ৪। মোঃ শফিকুল ইসলাম (৪২), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-হাটলক্ষীগঞ্জ,অজ্ঞাত ও আরো ৫-৭ জন আছে সর্ব থানা-মুন্সীগঞ্জ সদর, জেলা-মুন্সীগঞ্জ।
গ্রেফতার কৃতরা সবাই ফারুক বাহিনীর লোক। ফারুক নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মুন্সিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক।
তাদের নিকট হতে চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুটি লাঠি এবং চাঁদাবাজীর মাধ্যমে আদায়কৃত নগদ ৮১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।