মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ভালুকায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার-২

আকাশ আহমেদ, ভালুকা ময়মনসিংহ / ৫৪ সময়
আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় থানা পুলিশের অভিযানের চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

৬ মে (সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদ ও এস আই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন(২৬) ও সিডষ্টোর বাজার এলাকা থেকে মিলন মিয়া(২৫) কে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিডস্টোর বাজার এলাকায় শিপন মিয়ার অটোরিকশার গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় অটোরিকশাটি জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন যাবত চোর চক্রটি অভিনব কায়দায় অটোরিকশা চুরি করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একদল চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও মিলন মিয়াকে আটক করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে।তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

==========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর