লৌহজংয়ে নির্বাচনী ক্যাম্পে হামলা একজনকে কুপিয়ে জখম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্বাচনী ক্যাম্পে হামলা করেছে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা।
শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের নির্বাচনী ক্যাম্পে ৮/১০ জন হামলা করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুর রশিদ শিকদারের সমর্থকদের হামলায় গুরুতর আহত হন রকি শেখ (৩২) নামে বিএম শোয়েবের এক সমর্থক। আহত রকিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আহতের পিতা বিল্লাল শেখ বাদী হয়ে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেছেন। আহত রকি শেখ জানান, রশিদ শিকদারের সমর্থক সিহাদ, সামির ও জয় দীর্ঘদিন যাবত আমাকে রশিদ শিকদারের নির্বাচন করার জন্য বলে এসেছে। কিন্তু আমি বিএম শোয়েবের নির্বাচন করি, তাই তাদের রশিদ শিকদারের পক্ষে নির্বাচন করতে অস্বীকৃতি জানাই।শুক্রবার আছরের নামাজের সময় ক্যাম্পে বসে ছিলাম। নামাজ শেষ হলে প্রচারে বের হবো। এ সময় হঠাৎ ওরা ৮/১০ জন এসে আমার উপর হামলা করে। ধারালো অস্ত্র, চাপাতি, ছুরি দিয়ে আমাকে এলোপাতাড়ি জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
বিএম শোয়েবের নির্বাচনের অন্যতম পরিচালনাকারী জাকির হোসেন জানান, অভিযুক্তরা রকি শেখকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রশিদ শিকদারের পক্ষে নিতে না পেরে এ বর্বরোচিত হামলা চালিয়েছে।
এ বিষয়ে লৌহজং থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর রোজিনা খাতুন জানান, রকি রক্তাক্ত অবস্থায় আহত থানায় এসেছিল। তাকে চিকিৎসা নেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছি। আহতের বাবা আমাদের নিকট অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।