নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মা দিবস পালিত
“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জাহান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ তমিজউদ্দিন।
উপজলা আইসিটি কর্মকর্তা ফয়সাল মাহমুদ, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, জেসমিন সুলতানা, প্রমুখ। এছাড়া মোছাঃ মুর্শিদা ইয়াসমিন, শিউলি রায়, চায়না খানম, বিনা খানমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শতাধিক মা উপস্থিত ছিলেন।
=========