শ্রীনগর আটপাড়া মৌজায় অনুমতি ছাড়াই কৃষি জমি খনন
শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড আটপাড়া -মুন্সিগঞ্জ সড়ক সংলগ্ন কোল্ড স্টোরেজের উত্তরে আটপাড়া- তিনগাঁও বিলে ভেকু দিয়ে কৃষি জমির মাটি খননের অভিযোগ পাওয়া গেছে।
সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড রক্ষিত পাড়া এলাকার মাটি ব্যবসায়ী মোঃ ইব্রাহিম(৫৫) ভেকু দিয়ে কৃষি জমি খনন করছেন।
সরজমিন গিয়ে দেখা যায়, প্রায় এক একর ফসল রোপণ করা জমিতে ভেকুযোগে মাটি খনন করছেন।জমি খনন কাজে থাকা শ্রমীকরা জানান,এখানে পুকুর খনন করা হচ্ছে,জমির মালিক এখানে মৎস্য চাষ করবেন।ইব্রাহীম জমির মালিক নন,জমিটির মালিক বীরতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এর ছোট ভাই মোঃ শাহীন খান।রক্ষিতপাড়ার ইব্রাহীম চুক্তিতে জমিটি খনন করে দিচ্ছেন।
এ ব্যপারে ভেকু ও মাটি ব্যবসায়ী মোঃ ইব্রাহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি ভেকু ভাড়ায় এনে জমি খনন করে দিচ্ছি। আমার একটাই ভেকু।কৃষি জমি খনন করতে অনুমতি নিতে হয় সেটা আমি জানিনা।অনুমোদন আছে কি না তাও আমার জানা নাই।এটা জমির মালিক জানে।
এ ব্যপারে সিংপাড়া ভূমি সহকারী কর্মকর্তা,কৃষ্ণ কুমার পাল জানান ,বিষয় টি আমার জানা নাই, খোজ নিয়ে ব্যবস্হা নিবো।