শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন! স্কুল-কলেজে নির্বাচনী ক্যাম্প

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ১৪৯ সময়
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে স্কুল-কলেজে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত এর কর্মী সমর্থকরা এসব নির্বাচনী ক্যাম্প করেছেন বলে অভিযোগ উঠেছে।

শ্রীনগর সরকারি কলেজ এর ভিতরে হোস্টেল সংলগ্ন পুকুর পাড়ে দোয়াত-কলম প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত এর সমর্থক ফয়সাল ও তারেক এর নেতৃত্বে একটি ও উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ মাঠে একই প্রার্থীর সমর্থক কামারগাঁওয়ের কাশেম এর নেতৃত্বে একটি নির্বাচনী ক্যাস্প স্থাপন করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিতে রয়েছে কোন সরকারি স্থাপনা দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে না।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্প স্থাপনের ব্যাপারে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত বলেন, “নির্বাচনী বিধি মেনে নির্বাচন করতে হবে। আমার কোন সমর্থক যদি বিধি লঙ্ঘন করে ক্যাম্প স্থাপন করে তাহলে সেটা সরিয়ে ফেলা হবে।”

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন শিকদার বলেন, “কোন সরকারি স্থাপনাতে নির্বাচনী ক্যাম্প স্থাপনা করা যাবে না। এ ব্যাপারে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।”

======♦


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর