বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে – খেলাফত মজলিস

রিপোর্টার নাম: / ৪৬ সময়
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

১০সেপ্টেম্বর ২০২৪: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গত কয়েকদিনে ২ জন বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকান্ড- চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বার বার মানবাধিকার লঙ্ঘন করছে।

সম্প্রতি ২জন বাংলাদেশী নাগরিককে তারা হত্যা করেছে। গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছেন আরো অনেকে। পৃথিবীর কোন সভ্য দেশ নিরস্ত্র নিরপরাধ মানুষকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে পারে না। কিন্তু ভারত সেটা দীর্ঘদিন করে আসছে। এটি মানবাধিকার লঙ্ঘন। এই নিপীড়নকারী দেশের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ফেলানী সহ সীমান্তে বিএসএফ যতগুলো হত্যাকা- সংঘটিত করেছে সবকটির সুষ্ঠু বিচার করতে হবে।

আর একটি লাশও আমরা সীমান্তে দেখতে চাই না। বর্তমান সরকারকে ভারতীয় সকল আগ্রাসন রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর