বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

অনুমতি ছাড়াই রাস্তা খুড়ে চলছে ডেসকোর সংস্কার কাজ!ভোগান্তিতে পথচারী

ইজাজুল ইসলাম / ৫৬ সময়
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ইজাজুল (উত্তরা প্রতিনিধি): রাজধানীর উত্তরা মেগা সিটি এলাকার ৬ নং সেক্টরের বিভিন্ন সড়কে অনুমতি ছাড়াই চলছে ডেসকোর সংস্কার কাজ যে কারণে ভোগান্তিতে পড়েছে পথচারী ও যাত্রী সাধারণ।

গত ১৪- ০৯- ২০২৪ ইং রোজ শনিবার ৬ নং সেক্টরের ১১ নং সড়কের মুল অংশে ১ ফুট অংশ কেটে তার বসাতে দেখা গেছে।

সংস্কার কাজ করতে গিয়ে সড়ক খুঁড়ে পাশেই ফেলে রাখা হয়েছে মাটি-বালু যেকারণে সড়কটি সংকির্ণ হওয়ায় পথচারীরা হাঁটতে পারছে না সড়ক ও ফুটপাত দিয়ে।
তবে সিটি- কর্পোরেশনের মসৃন করা রাস্তা খোঁড়ার বিষটা একদিকে যেমন ভোগান্তি অন্যদিকে কাজ শেষে খোঁড়া-খন্দ অংশ যত্রতত্র করে ভরাট করে রেখে যাওয়ায় একটু বৃষ্টিতে কাঁদা ও গর্তে পরিনত হতে দেখা যাচ্ছে। সিটিকর্পোরেশনে রোড কাটিং নীতিমালা থাকলেও তার তোয়াক্কা করছেনা এমনটা অভিযোগ উঠেছে ডেসকোর কর্মকর্তাদের বিরুদ্ধে।

ডেসকোর রোড কাটিং এর বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ১ এর প্রোকৌশলী অফিসার ইশতিয়াক মাহমুদ “নজর বিডি” কে বলেন, ৬ নং সেক্টরে ১১ সড়কে কোন কাটিং পার্মিট দেওয়া হয়নি।এবিষয়ে আমি অবগত না। আমি পরিদর্শন করে ব্যাবস্থা নিবো।

উন্নয়ন প্রকল্প, খোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি রোধে সড়ক খনন নীতিমালা থাকলেও সেটা উপেক্ষিত।
নীতিমালায় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খননকাজ পরিহার করার কথা উল্লেখ থাকলেও সেটা মানা হচ্ছে না।
এক্ষেত্রে আন্তঃসংস্থা সমন্বয় নেই, সিটি করপোরেশনের কাছে বার্ষিক কর্মপরিকল্পনা প্রদানের কথা বলা থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তেমন সাড়া পাওয়া যায় না।

জনভোগান্তি কমাতে বিশেষজ্ঞরা বলছেন,
এলাকাভিত্তিক কমিউনিটি গ্রুপের সাথে সেবা সংস্থার আলোচনা ও করণীয় নির্ধারণ, সড়ক খনন নীতিমালা যথাযথভাবে অনুসরণ, নীতিমালা অনুযায়ী ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল এবং সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক কয়েকটি ‘মনিটরিং সেল’ কার্যকর করা প্রয়োজন।

=======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর