বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

উত্তরায় ঈদগাহ মাঠে দূর্গাপূজা আয়োজনের প্রতিবাদে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৫৫ সময়
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সমাবেশ রাজধানীর উত্তরা ১১নং সেক্টরে ঈদগাহ ও খেলার মাঠে দূর্গাপূজা আয়োজনের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিগত কয়েক বছর যাবত স্থানীয় মুসল্লিদের বাঁধা উপেক্ষা করে এই মাঠে দূগাপূজা আয়োজন করতেছে। চলতি বছরও দূর্গাপূজা আয়োজনের খবরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডা. মঈন উদ্দিন, মনির হোসেন, আরব আলী, মান্নান খান, আঃ রশিদ, মহসিন খান, নাসির উদ্দীন প্রমূখ।

বক্তব্যে মনির হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও তাদের উপাসনা করার জন্য রাজউক উত্তরা ১৭ নং সেক্টরে ৩৫ কাঠা জমি বরাদ্দ দিয়েছে। তারা সেখানে অন্যান্য পূজা পালন করলেও দূগাপূজা এই মাঠে আয়োজন করে। এক মাস মাঠটি বন্ধ করে রেখে পূজার আয়োজন করে। তখন বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারে না। ১৭ নং সেক্টরে তাদের নিধারিত স্থানে দূগাপূজার আয়োজন করলে আমরা সকলে গিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করব।

অন্যান্য বক্তারা বলেন, এই মাঠে দূর্গাপূজা করার অনুমতি না দিতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

==========


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর