মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন পরিবেশ দুষণকারী অবৈধ সিসা তৈরীর কারখানায় জরিমানা চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন  জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত লোহাগড়ায় জাল রশিদে চাঁদাবাজির অভিযোগ অসাধু চক্রের বিরুদ্ধে ইরানে ডজনখানেক বিমান হামলা!জানালো ইসরাইলি সেনাবাহিনী উন্নয়নে বাধা দিল প্রভাবশালীরা! প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ দেশের পুঁজিবাজারে ইরানে মার্কিন হামলার প্রভাব

হিজলায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল / ১০৭ সময়
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

হিজলায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নগর লঞ্চঘাট সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি এ কে এম মাইনুদ্দিন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ মাজেদুল হক কাওছার ও এমটি ইপিআই মো. লোকমান হোসেন মিয়া গত আগস্ট মাসে মেয়াদোত্তীর্ণ হাম-রুবেলা টিকা সরবরাহ করেন, যা প্রয়োগ করলে শিশুর মৃত্যুঝুঁকি অপরিহার্য।

বক্তারা আরও বলেন, এ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তারা আমাদের সহকর্মীদের প্রতি অশোভন আচরণ বাড়িয়ে দেন। এর সঙ্গে উচিত জবাব দেওয়ার জন্য তাদের সার্ভিস বইয়ে লাল কালি ও পাতা ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন হুমকি দেন। এক পর্যায়ে গত ২ নভেম্বর গঠিত তদন্ত কমিটির সামনে আমাদের সহকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু তারা গিয়ে দেখতে পান, তাদের হলরুম তালা দিয়েছেন উপজেলা কর্মকর্তা। এর কিছুক্ষণ পরই উপজেলা কর্মকর্তা মাজেদুল হক কাওসারের নির্দেশে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদের পুরুষ ও নারী সহকর্মীদের ওপর হামলা চালায় এবং মারধর করে।

এ ঘটনায় ডা. মাজেদুল হক কাওসার ও ইপিআই মো. লোকমান হোসেন মিয়াকে তাদের কর্মস্থল হিজলায় চালানো অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আইনানুগ বিভাগীয় শাস্তি দাবি করেন তারা। পাশাপাশি তারা বলেন, আমাদের সহকর্মীদের প্রাপ্য ২৫ লাখ টাকা ফেরতসহ তাদের (ওই দুই কর্মকর্তা) বর্তমান কর্মস্থল হিজলা থেকে অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। দাবি না মানলে পরে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সভাপতি মো. জিয়াউল হাসান কাবুল, বিভাগীয় যুগ্ম সম্পাদক জোবায়ের আহমেদ জুয়েল, সদর উপজেলা সভাপতি মো. শহীদুল ইসলাম, হিজলা উপজেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছনিয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আ. ছাত্তার সাংগঠনিক সম্পাদক হাওলাদার মো. সোলায়মান, স্বাস্থ্য সহকারী রাকিব তানজিলসহ জেলা ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর