বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা: ব্যারিস্টার সারোয়ার হোসেন এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র ডুমুরিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

“সামাজিক বিচ্ছিন্নতার ভয়ঙ্কর প্রতীক: জয়েস ভিনসেন্টের নিঃশব্দ মৃত্যু”

রিপোর্টার নাম: / ৫৩ সময়
আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
“সামাজিক বিচ্ছিন্নতার ভয়ঙ্কর প্রতীক: জয়েস ভিনসেন্টের নিঃশব্দ মৃত্যু”
“সামাজিক বিচ্ছিন্নতার ভয়ঙ্কর প্রতীক: জয়েস ভিনসেন্টের নিঃশব্দ মৃত্যু”

টেলিভিশনের শব্দে ঢাকা রইল মৃত্যু: তিন বছর পর মিলল জয়েস ভিনসেন্টের কঙ্কাল

আধুনিক নগরজীবনের এক নিঃসঙ্গতার মর্মান্তিক প্রতীক হয়ে উঠেছেন জয়েস ক্যারল ভিনসেন্ট নামের এক নারী। উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে তার মৃত্যু হয়েছিল ২০০৩ সালের ডিসেম্বরে—কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, কেউ তা জানতে পারেনি তিন বছরেরও বেশি সময় ধরে!

জয়েসের ফ্ল্যাটে তখনও টেলিভিশন চলছিল, ক্রিসমাসের উপহারগুলো খোলা হয়নি, যেন জীবন স্বাভাবিকভাবেই চলছিল। অথচ সেই স্বাভাবিকতার আড়ালে তিনি ছিলেন মৃত।

২০০৬ সালের ২৫ জানুয়ারি, ফ্ল্যাটের ভাড়া বকেয়া হওয়ায় কর্মকর্তারা দরজা ভেঙে প্রবেশ করলে মেলে চমকপ্রদ দৃশ্য—কক্ষে পড়ে আছে তার কঙ্কাল, পাশে এখনও চালু টেলিভিশন!

পরে তদন্তে জানা যায়, স্বয়ংক্রিয় ব্যাংক লেনদেনের মাধ্যমে তার ফ্ল্যাটের ভাড়া পরিশোধ হচ্ছিল, ফলে দীর্ঘদিন কেউ তার খোঁজ নেয়নি। বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন থাকায়, মৃত্যুর খবরও কেউ জানতে পারেনি।

নগরজীবনের ব্যস্ততা ও একাকীত্বের ভয়াবহ চিত্র তুলে ধরেছে এই ঘটনা। লাখো মানুষের ভিড়ে থেকেও কেমন করে একজন মানুষ একা, অচেনা, আর অবশেষে অদৃশ্য হয়ে যেতে পারেন—জয়েস ভিনসেন্টের গল্প সেটিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, জয়েসের মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি আধুনিক সমাজে ক্রমবর্ধমান সামাজিক বিচ্ছিন্নতার এক নির্মম প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর