গোপালগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলা গোপালগঞ্জ প্রতিনিধি মো. জুবায়ের হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আমিনুল ইসলাম শাহীন, জনকণ্ঠ প্রতিনিধি নীতীশ চন্দ্র বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি নতুন শেখ, নয়া দিগন্ত প্রতিনিধি সেলিম রেজা, এটিএন বাংলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, সময় টিভি প্রতিনিধি জয়ন্ত শিরালী, মাই টিভি প্রতিনিধি আরিফুল হক, মোহনা টিভি প্রতিনিধি মাসুদ পারভেজ, নাগরিক টিভি প্রতিনিধি আশিকুজ্জামান, জন্মভূমি প্রতিনিধি বুলবুল আলম, সাংবাদিক কামরুল হাসান, তৃতীয় মাত্রা প্রতিনিধি ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার ও বাংলাদেশের খবর প্রতিনিধি পলাশ সিকদার।
বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য, ইতিবাচক সংবাদ উপস্থাপন এবং সাংবাদিকতায় নতুন দিকনির্দেশনার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই পত্রিকা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির প্রতিনিধি আজিজুর রহমান টিপু, সাংবাদিক সাজ্জাদ হোসেন, বদরুল আলম, দেশ টিভি প্রতিনিধি জাবেরুল ইসলাম, সাংবাদিক ইকবাল মিয়া, মিজু বিশ্বাস, মানিক মিয়া, এশিয়ান টিভি প্রতিনিধি ইমরুল কাদের সবুজ, সাংবাদিক বরকত মোল্লা, তানভীর হোসেন, আবিদ হাসান মুছা এবং কালবেলা পত্রিকার শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানের শেষে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কেক কেটে একে অপরকে খাওয়ানো হয়।