বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা: ব্যারিস্টার সারোয়ার হোসেন এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র ডুমুরিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

গোপালগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি / ৪৫ সময়
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
গোপালগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোপালগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার তিন বছর পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলা গোপালগঞ্জ প্রতিনিধি মো. জুবায়ের হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আমিনুল ইসলাম শাহীন, জনকণ্ঠ প্রতিনিধি নীতীশ চন্দ্র বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি নতুন শেখ, নয়া দিগন্ত প্রতিনিধি সেলিম রেজা, এটিএন বাংলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, সময় টিভি প্রতিনিধি জয়ন্ত শিরালী, মাই টিভি প্রতিনিধি আরিফুল হক, মোহনা টিভি প্রতিনিধি মাসুদ পারভেজ, নাগরিক টিভি প্রতিনিধি আশিকুজ্জামান, জন্মভূমি প্রতিনিধি বুলবুল আলম, সাংবাদিক কামরুল হাসান, তৃতীয় মাত্রা প্রতিনিধি ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার ও বাংলাদেশের খবর প্রতিনিধি পলাশ সিকদার।

বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য, ইতিবাচক সংবাদ উপস্থাপন এবং সাংবাদিকতায় নতুন দিকনির্দেশনার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই পত্রিকা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির প্রতিনিধি আজিজুর রহমান টিপু, সাংবাদিক সাজ্জাদ হোসেন, বদরুল আলম, দেশ টিভি প্রতিনিধি জাবেরুল ইসলাম, সাংবাদিক ইকবাল মিয়া, মিজু বিশ্বাস, মানিক মিয়া, এশিয়ান টিভি প্রতিনিধি ইমরুল কাদের সবুজ, সাংবাদিক বরকত মোল্লা, তানভীর হোসেন, আবিদ হাসান মুছা এবং কালবেলা পত্রিকার শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের শেষে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কেক কেটে একে অপরকে খাওয়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর