বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা সভা হয়েছে “বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণ”

নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা সভা হয়েছে

রিপোর্টার নাম: / ২৮ সময়
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা, নিরাপদ চিংড়ি উৎপাদনে ঐক্যবদ্ধ
নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা, নিরাপদ চিংড়ি উৎপাদনে ঐক্যবদ্ধ

নিরাপদ চিংড়ি উৎপাদনে ঐক্যবদ্ধ আহসানিয়া ফিশ ডিপো, পারুলিয়া বাজার, দেবহাটা (সাতক্ষীরা) ।

সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের RASFF সতর্কতার পরিপ্রেক্ষিতে চিংড়িতে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার প্রতিরোধ ও নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত করতে সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে আহসানিয়া ফিশ ডিপো প্রাঙ্গণে “গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস (GAP) বিষয়ক সচেতনতা সভা” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর, দেবহাটা, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর (FIQC), খুলনা, এবং ইন্টারন্যাশনাল শ্রিম্প এক্সপোর্টারস (প্রা:) লি., খুলনা

সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ তৌফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, সাতক্ষীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. বি. এম. জাকারিয়া, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, FIQC খুলনা, এবং মোঃ মাসুদুর রহমান, পরিদর্শক, FIQC খুলনা।
সভাপতিত্ব করেন মোঃ আবুবকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, দেবহাটা, সাতক্ষীরা।

বক্তারা বলেন, “ম্যালাকাইট গ্রিনসহ নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণভাবে শূন্য সহনীয় (Zero Tolerance)। এইসব উপাদান চিংড়ির মান নষ্ট করে, দেশের রপ্তানি বাজারের সুনাম ক্ষুণ্ণ করে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।”

আলোচনায় জানানো হয়, বাংলাদেশের চিংড়ি চাষে নিম্নলিখিত রাসায়নিক পদার্থসমূহ সম্পূর্ণ নিষিদ্ধ ও শূন্য সহনীয় (Zero Tolerance):
ম্যালাকাইট গ্রিন (Malachite Green), লিউকো-ম্যালাকাইট গ্রিন (Leuco-Malachite Green), নাইট্রোফিউরান (Nitrofuran) ও এর ডেরিভেটিভ যেমন ফুরাজোলিডোন (Furazolidone)নাইট্রোফিউরাজোন (Nitrofurazone), ক্লোরামফেনিকল (Chloramphenicol), মেট্রোনিডাজল (Metronidazole), ক্রিস্টাল ভায়োলেট (Crystal Violet)জেন্টিয়ান ভায়োলেট (Gentian Violet)

বক্তারা জানান, এসব রাসায়নিক ও অ্যান্টিবায়োটিক মানবদেহে ক্যান্সার, লিভার ও কিডনি জটিলতা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ঘটায়। তাই চাষি, ফিড ব্যবসায়ী ও ডিপো মালিকদের এ উপাদানগুলো ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভায় স্থানীয় চাষি, আড়তদার, ফিড ও ইনপুট ব্যবসায়ী এবং প্রসেসিং কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যপত্র ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন, নিরাপদ চিংড়ি উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে প্রতিটি ধাপে সতর্কতা ও দায়িত্বশীলতা অপরিহার্য।

  • চাষ পর্যায়ে: অনুমোদিত ইনপুট, প্রোবায়োটিক ও ওষুধ ব্যবহার, নিয়মিত পানি ও মাটির মান পরীক্ষা, এবং ঘেরের তথ্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়।

  • সংগ্রহ ও বিপণন পর্যায়ে: উৎস যাচাই, মান পরীক্ষা, পরিচ্ছন্নতা রক্ষা ও বিশুদ্ধ পানি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।

  • প্রসেসিং পর্যায়ে: HACCP নীতিমালা মেনে মান নিয়ন্ত্রণ ও রেসিডিউ পরীক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া, সরকারি পর্যায়ে নিয়মিত মনিটরিং, মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম জোরদার করা এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বক্তাদের মতে, “উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সততা, সচেতনতা ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত চিংড়ি ইউরোপীয় ও আন্তর্জাতিক বাজারে আস্থা ধরে রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর