“বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণ”

মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা প্রচারপত্র বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বোয়ালিয়া নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে।
এ সময় গণমিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সহ-সভাপতি ফিরোজ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাকুল মৃধা, সাধারণ সম্পাদক বাসু সরদার, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিনা, মোচনা ইউনিয়ন বিএনপির নেতা মাসুদ শেখ, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন ঝন্টু, সহ-সভাপতি যুবায়ের মোল্লা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রইচ মিয়া ও সাইফুল শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলে বক্তারা বলেন, “রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের অধিকার ফিরিয়ে আনতেই এই আন্দোলন।”
গণমিছিল শেষে ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাকুল মৃধা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের আগে মুকসুদপুর ও আশপাশের এলাকায় বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে ৩১ দফা প্রচারপত্র জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।”
মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।