সংবাদ শিরোনাম
এফডিসি-সংলগ্ন র্যাম্প দিয়ে নামছে গাড়ি, বাড়ছে চাপ
ঢাকা দ্রুতগতির উড়ালসড়কের (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এফডিসি গেট-সংলগ্ন র্যাম্প থেকে নামার অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ সারি। আজ বুধবার বিকেল ৫টার দিকে তোলাছবি: জাহিদুল করিম
ঢাকা দ্রুতগতির উড়ালসড়কের (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) এফডিসি গেট-সংলগ্ন র্যাম্প (ডাউন র্যাম্প) যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর দুইটার পর এই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
দুপুর আড়াইটার দিকে এই র্যাম্প দিয়ে উড়ালসড়ক থেকে যানবাহন নামতে দেখা যায়। উড়ালসড়ক থেকে নামা গাড়িগুলোকে এফডিসি মোড় হয়ে চারটি গন্তব্যের দিকে (তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার ও কারওয়ান বাজার) দিকে যেতে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর