কমপ্লিট শাটডাউন! স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তি, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ সারাদেশে কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এর মধ্যেই স্বাভাবিক ভাবে চলাচল করছে মেট্রোরেল।
প্রতিদিনের স্বাভাবিক সময় অনুযায়ী সকাল থেকে মেট্রোরেল চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাশাপাশি স্টেশনগুলোতে এপিবিএন ও পুলিশের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে মেট্রোরেলের স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীদের উপস্থিতি কিছুটা কম। সপ্তাহের শেষ কর্মদিবসে সাধারণত যেমন যাত্রী হয়, তত যাত্রী নেই। লাইন নেই টিকিট কাউন্টারে। নির্ধারিত সময় পর-পর মতিঝিল ও উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রো রেল আসছে। সেগুলোতেও মোটামুটি ভিড় থাকলেও ধাক্কাধাক্কি করে উঠতে হচ্ছে না যাত্রীদের।