বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

ঢাকাস্থ বি-বাড়ীয়া ফোরামের প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক / ৬১ সময়
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ঢাকাস্থ বি-বাড়ীয়া ফোরামের উদ্যোগে ৩০ নয়াপল্টন শাংরী-লাইন রেস্টুরেন্টে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি এডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে ও ফোরামের সেক্রেটারি মেসবাহ উদ্দিন আহমেদ নাঈমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড.মো. সানাউল্লাহ।বিশেষ অতিথি ছিলেন আল হেরা ট্রাস্ট চেয়ারম্যান অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মাওলানা কুতুবুল ইসলাম নোমানী,বিশিষ্ট সমাজসেবক তকদির হোসেন জসিম,বিশিষ্ট সমাজ সেবক,রাজনীতিবিদ অধ্যক্ষ মোবারক হোসেন আকন্দ।

বক্তব্য রাখেন ফোরামের সাবেক সভাপতি জাহাঙ্গীর জলিল, কাজী মঈনুদ্দিন খাদেম,ফোরামের সহ সভাপতিবৃন্দ এডভোকেট জালাল উদ্দীন, এডভোকেট সাজ্জাদ সারওয়ার,অধ্যাপক আব্দুল হান্নান,,যুগ্ম সম্পাদক আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন প্রমুখ।

প্রীতি সমাবেশে ঢাকায় অবস্থানরত বিভিন্ন শ্রেণি,পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য,” সামাজিক সংগঠনটির মূল উদ্দেশ্য জনকল্যাণ,যার গৌরবময় ইতিহাস রয়েছে। ছাত্রদের উন্নয়ন ও সহায়তায় ফোরামটি বহু কর্মসূচি আয়োজন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। পাশাপাশি সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে মানুষের মননশীল বিকাশের পথে আলো ফেলেছে। স্বাস্থ্য ও সঠিক জীবন পন্থা নির্ধারণে ফোরামের কার্যক্রম অনন্য ভূমিকা রেখেছে,যা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলছে। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর