বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা: ব্যারিস্টার সারোয়ার হোসেন এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র ডুমুরিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দীর্ঘ ১৬ বছর পরে টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ হচ্ছে-এস এম জিলানী

রিপোর্টার নাম: / ৭৫ সময়
আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
দির্ঘ ১৬ বছর পরে টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ হচ্ছে-এস এম জিলানী
দির্ঘ ১৬ বছর পরে টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ হচ্ছে-এস এম জিলানী

দীর্ঘ ১৬ বছর পরে আজ টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

আজ শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলা গ্রামবাসীর আয়োজনে বর্নি বাওড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ সব কথা বলেন। টুঙ্গিপাড়া উপজেলা কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কদর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

প্রধান অতিথি বলেন, আজ আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি, ঘুরতে পারছি, নৈকা বাইচও অংশ গ্রহন করতে পারছি। আপনাদের পাশে থাকবো কথা দিলাম আপনারাও আমার পাশে থাকবেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনকে পরাজিত করেছে ছাত্র জনতা। সেই স্বপ্ন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাস্তবায়ন এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করতে হবে। ৩১ দফা রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে। ফ্যাসিস্টরা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে খুনি শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের দোসররা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় আরিফ শেখ, কুদরত বিশ্বাস, কবির গাজী, বীরেন্দ্র বিশ্বাস ও ফায়েক শেখের দল অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড, আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এস এম তৌফিক, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর