বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধে সচেতনতা সভা হয়েছে “বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণ”

সিঁড়ি থেকে ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার,পুলিশ হেফাজতে বর্ষা

রিপোর্টার নাম: / ৩০ সময়
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
jagannath-university, student-politics, dhaka-crime, police-investigation, murder-case
jagannath-university, student-politics, dhaka-crime, police-investigation, murder-case

পুরান ঢাকার বংশালের নুরবক্স লেনের একটি ভবনের তৃতীয় তলার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়েদ হোসেনের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছিলেন।

জানা গেছে, ওই ভবনের পঞ্চম তলায় বসবাস করতেন ঢাকা মহানগর মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাবনম বর্ষা (১৮)। তাকে পড়াতে গিয়েছিলেন জুবায়েদ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “শিক্ষার্থী বর্ষাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

তিনি আরও জানান, “জুবায়েদের সঙ্গে বর্ষার কোনো সম্পর্ক ছিল কিনা কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা—তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। যেহেতু লাশটি পাওয়া গেছে বর্ষাদের বাসার তৃতীয় তলার সিঁড়িতে, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”

ডিসি সামী বলেন, “ঘটনায় দুইজন জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বর্ষার বাসায় পড়াতে যান জুবায়েদ। কিছুক্ষণ পর ভবনের তৃতীয় তলার সিঁড়িতে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তার পরনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত জার্সি ছিল, যাতে নামও লেখা ছিল।

খবর পেয়ে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিক্ষোভ করেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিমও তদন্তে নেমেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি সন্ধ্যার পর সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংক্ষেপে:
ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রহস্যজনক মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেমেছে শোকের ছায়া। পুলিশ বর্ষাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং হত্যাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর