বিসিবির সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল

সহসভাপতি হলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
ঢাকা (৬ অক্টোবর ২০২৫) — বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালক পদের ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
আগেই ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হচ্ছেন বুলবুল। কারণ, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির শীর্ষ পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন তিনি।
অন্যদিকে, সহসভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট সংগঠক শাখাওয়াত হোসেন। ফারুক আহমেদ ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২, আর শাখাওয়াত হোসেন ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন।
এর আগে ৩০ মে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। চার মাসের সফল মেয়াদ শেষে এবার পূর্ণ চার বছরের জন্য দেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এলেন তিনি।
বুলবুলের দায়িত্ব নেওয়ার আগে প্রায় নয় মাস বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ফারুক আহমেদ। এবার তিনি সহসভাপতি হিসেবে বোর্ডে থাকছেন।
অন্যদিকে, শাখাওয়াত হোসেন এবারই প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগের এই সাবেক ক্রিকেটার সম্প্রতি বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজকের নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুজন পরিচালক যোগ দেবেন, ফলে নতুন বোর্ডে মোট ২৫ জন পরিচালক দায়িত্ব পালন করবেন।