বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা: ব্যারিস্টার সারোয়ার হোসেন এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র ডুমুরিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদে মুকসুদপুরের সাজ্জাদ হোসেন পেশাজীবিদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব : ফজলুর রহমান ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানির রিটেইলার মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বে জড়িত গ্রেপ্তার-৩ গাজায় ভঙ্গুর জনবিরতির মধ্যে নতুন হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বিসিবির সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক / ১১০ সময়
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল

সহসভাপতি হলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

ঢাকা (৬ অক্টোবর ২০২৫) — বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালক পদের ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

আগেই ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হচ্ছেন বুলবুল। কারণ, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির শীর্ষ পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন তিনি।

অন্যদিকে, সহসভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট সংগঠক শাখাওয়াত হোসেন। ফারুক আহমেদ ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২, আর শাখাওয়াত হোসেন ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন।

এর আগে ৩০ মে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। চার মাসের সফল মেয়াদ শেষে এবার পূর্ণ চার বছরের জন্য দেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এলেন তিনি।

বুলবুলের দায়িত্ব নেওয়ার আগে প্রায় নয় মাস বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ফারুক আহমেদ। এবার তিনি সহসভাপতি হিসেবে বোর্ডে থাকছেন।
অন্যদিকে, শাখাওয়াত হোসেন এবারই প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগের এই সাবেক ক্রিকেটার সম্প্রতি বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আজকের নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুজন পরিচালক যোগ দেবেন, ফলে নতুন বোর্ডে মোট ২৫ জন পরিচালক দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর