নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা হবে: কফিল উদ্দিন

জাতীয়তাবাদী দল-বিএনপিকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে—তারা আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন,
“নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা হবে। কোনো অবস্থাতেই জনগণের ভোটাধিকার হরণ করতে দেওয়া হবে না।”
বুধবার রাজধানীর কাওয়ালায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম কফিল উদ্দিন আহমেদ বলেন,
“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মমতা থেকে বঞ্চিত হয়েছেন। প্রিয় ভাইয়ের শেষ দেখা দেখতে পারেননি—এ যেন এক নির্মম অধ্যায়। তারপরও তিনি দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন,
“চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। অসুস্থতা সত্ত্বেও স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি। গণতন্ত্র রক্ষার আপোষহীন নেত্রী তিনি।”
আসন্ন নির্বাচনের প্রসঙ্গে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,
“আমি আশাবাদী—এই নির্বাচন সুষ্ঠু হবে, এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সরকার গঠন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, এবং সভাপতিত্ব করেন এডভোকেট বায়েজিদ মোল্লা।
সভায় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।