দুমকিতে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াবালী জেলার দুমকি উপজেলায় জনতা কলেজ মাঠে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৮এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটনারী হাসপাতাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রানী সম্পদ অধিদপ্তর মৎস্য প্রানী সম্পদ মন্ত্রনালয়।
প্রানী সম্পদ সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, দুমকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. হারুন অর রশিদ হাওলাদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দুমকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট এইচ এম মাসুদ আল মামুন, ভাইস চেয়ারম্যান, দুমকি উপজেলা পরিষদ, মোসাঃ ফরিদা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান, দুমকি উপজেলা পরিষদ, মোঃ আব্দুল লতিফ হাওলাদার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি জনতা কলেজ, দুমকি। ডা. মোঃ আলাউদ্দীন মাসুদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা,অতিরিক্ত দায়িত্ব।
ওসি তদন্ত, মোঃ আতাউর রহমান, দুমকি থানা, দুমকি প্রেস ক্লাবের সভাপতি, জাকির হোসেন হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও খামারী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর বিভিন্ন স্টলে সারিবদ্ধভাবে গরু, ছাগল,দুম্বা, হাস-মুরগী, পশু-পাখি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রদর্শনী শেষে তাদেরকে পুরুস্কৃত করা হয়।
========