শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান জয়ী

জান্নাতুল বিশ্বাস / ৪৯ সময়
আপডেট: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ী মাছ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খান শামীম রহমান ওছি।

খান শামীম রহমান ওছি চিংড়ী মাছ প্রতীকে ৩০ হাজার ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নাজমুল হক প্রিন্স দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৪২ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মাহাবুবুল আলম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোসা. ববিতা খানম।

বুধবার (৮ মে) রাত ১০ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ জসীমউদ্দিন। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ে কালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশীদ আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৬০ ভোট, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট, উপজেলার নড়াগাতী থানা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান ওছি চিংড়ী মাছ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৬৩ ভোট, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. মাহামুদুল হাসান কায়েস ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪০৭ ভোট, সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হক প্রিন্স দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৪২ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ মাইক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯০ ভোট , মো. ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট, মো. মাহাবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭৭ ভোট, আশিষ কুমার ভট্টাচার্য তালা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৩৭ ভোট, ও আশরাফুল ইসলাম বদুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৭ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১১১ ভোট, সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি আখতার হাঁস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৫৬ ভোট ও মোসা. ববিতা খানম ফুটবল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৭৯ ভোট।

এ নির্বাচনে, মোট ৭৬ হাজার ৬৪৭ জন ভোটার ভোট প্রদান করেছেন, এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৫৪৯ ভোট। এ নির্বাচনে শতকরা ৪০.১৬ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত কালিয়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২’শ ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১’শ ৭৮ জন, মহিলা ভোটার ৯৭ হাজার ৩১ জন। ৮২টি ভোট কেন্দ্রের ৫’শ ২৩টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর