মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আব্দুল্লাহ আল তায়াবীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ১২১ সময়
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার পর পর দুইবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর।

সোমবার (১৩মে) মুন্সীগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান পিপিএম এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহন করেন তিনি। এনিয়ে জেলায় ২য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন।

জানা গেছ, চলতি বছরের মার্চ ও এপ্রিল পর পর দুই মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন সরকার, সদর সার্কেল, সিরাজদিখান সার্কেলসহ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ।

পুরস্কার প্রাপ্তিতে ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি।

আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম। তিনি বলেন, জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা শ্রীনগর থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করি।

তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। এসময় থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

=======


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর