শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

ওসি’র অগোচরেই চলছে কাশিমপুর থানার কার্যক্রম 

রিপন মিয়া, আশুলিয়া। / ৩৯ সময়
আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪

গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রোথানার কার্যক্রম চলছে অফিসার ইনচার্জ এর অগোচরেই।  খোঁজ খবর রাখছেন না অনেক কিছুরই। কাশিমপুরের গুরুত্বপূর্ণ সড়কের কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমাণ বাজার বসিয়ে ভোগান্তি সৃষ্টি করছে সাধারণ মানুষের। এতে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি সাধারণ মানুষও পড়ছে বিড়ম্বনায়। অপরদিকে মার্কেটের দোকানদারেরা হচ্ছে ক্ষতিগ্রস্থ। মৌখিক ভাবে এ ব্যপারে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছেন না তিনি।

কিছুদিন আগেই থানার অতি নিকটে অনুমতিবিহীন একটি মেলা অনুষ্ঠিত হয়ে গেল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অধিকাংশ পুলিশ কর্মকর্তা মেলার সামনে দিয়ে যাতায়াত করলেও না দেখার ভান করে চলছেন। এমনকি থানার ভেতরের কার্যক্রম সম্পর্কেও অনেক কিছু অবগত নন তিনি।

গত ০৯/০৫/২৪ ইং তারিখে গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্ট  থেকে ১৪৫ ধারার একটি নোটিশ জারি করে কাশিমপুর থানায় প্রেরণ করেন।  তার দুইদিন পর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহানকে বিষয়টি অবগতির জন্য জানানো হলে  এমন  নোটিশের তথ্য তিনি জানেন না বলে জানান।  তবে এএসআই কামরুজ্জামান  কাছে মোবাইল ফোনে এ ব্যপারে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, কোর্ট থেকে একটা অর্ডার এসেছে, মোঃ এমারতের কাছে সেই কাগজ পৌঁছে দিয়ে কোর্টের অর্ডারের দায়িত্ব আমি পালন করেছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানেনা অথচ  এএসআই  দায়িত্ব পালন করে যাচ্ছেন, এ বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী জোনের এসি আমির হোসেন বলেন, থানার ওসি এটা জানতে নাও পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর