রাত পেরুলেই সাভার উপজেলা নির্বাচন আগ্রহ নেই ভোটারদের
আজকের রাত পেরুলেই সাভার উপজেলা পরিষদ নির্বাচন। অথচ খুব একটা আগ্রহ নেই ভোটারদের। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, সাভার উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে একজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে তিনি তা প্রত্যাহার করেন। ফলে একক প্রাপ্তি হিসেবে তিনিই নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষনা বাকি।
আগামী কালকের নির্বাচন হবে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলার নির্বাচন। ইমতিয়াজ উদ্দিন চশমা, সাইদুল ইসলাম তালা এবং মোশাররফ খান টিউবওয়েল নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
অন্যদিকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরীর সুমি ফুটবল নিয়ে লড়ছেন। তার প্রতিপক্ষ মনিকা আক্তার কলস মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাদিয়া নূর তনু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করলেও তার পিতা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল সম্প্রতি মারা যাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ফলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং পুরুষ চেয়ারম্যান পদে তিনজন নির্বাচন করছেন। তবে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে কোন আগ্রহ নেই। অনেকে জানেন না আগামীকাল ভোট।
সাভার পৌর এলাকার রাজাবাড়ীর বাসিন্দা আব্দুল আজিজ বলেন, আগামীকাল যে নির্বাচন, সেটা দেখে কে বুঝবে? উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ফলে ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ নেই বলে তিনি জানান।
নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে সাভার নির্বাচন অফিসে ফোন দিলে কেউ ফোন রিসিভ করেননি।
======