সিরাজদিখানের পৃথক স্থানে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের উঠান বৈঠক
আগামী ২৯ মে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিষদের মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি বাইতুল ফালা জামে মসজিদের সংলগ্ন স্থানে, বিকালে কুসুমপুর বৌবাজার এলকায়, সন্ধ্যায় ইছাপুরা গ্রামের লোহার পুকুর পার এলাকায় ও রাতে উত্তর কুসুমপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ।
ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরীর সঞ্চালনায় উঠান বৈঠক সমূহে মঈনুল হাসান নাহিদকে বিজয়ীয় করতে তার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর,।
রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, ইছাপুরার প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য সৈয়দ আহসান কবির শিশিরসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ,ইউপি সদস্য শাহ আলম, লালবাড়ি বাইতুল ফালা জামে মসজিদের উপদেষ্টা মিজানুর রহমান, ইছাপুরা ইউনিয়ন যুবলীগে সিনিয়র সহ-সভাপতি মিশর তালুকদার, মোঃ নাহিদ হোসেন, বিক্রমপুর
কে.বি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুম চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জরুল আলমসহ ইছাপুরা ইউনিয়ন ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের কর্মী ও সমর্থক ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ মানুষ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদ বলেন, আগামী ২৯ মে নারী-পুরুষ সবাই একত্র হয়ে যার যার ভোট কেন্দ্রে গিয়ে মোটরসাইকেল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিবেন। কেন্দ্রে যেতে কোন বাঁধা নেই। যারা বাঁধা, হুমকি দেবে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। জনগণ সকল ক্ষমতার উৎস। আমি আপনাদের পাশে ছিলাম সব সময় পাশে থাকব।