শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

মো: জুবায়ের হোসেন, গোপালগঞ্জ / ৩১ সময়
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

গোপালগঞ্জে দায়িত্ব নিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও তরুণ আইসিটি ব্যাবসায়ি মোঃ কামরুজ্জামান ভূইয়া লুটুল ।

আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ আয়োজিত নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চুর নিকট থেকে অনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন।

এছাড়া নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাদের পূর্বসুরীদের কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এরআগে বিদায়ী উপজেলা চেয়ারম্যান শেখ লূৎফর রহমানকে বিদায় সম্ভাষণ জানানো হয়। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার প্রথম দিন গনমাধ্যমের সাথে আলাপকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লুটুল তার নির্বাচনী ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গোপালগঞ্জের বেকার সমস্যাকে আমি সবচেয়ে বেশী অগ্রাধিকার দিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের দেশের জনশক্তিকে জনসম্পদে পরিনত করার লক্ষ্যে ইতোমধ্যে আইসিটি সেক্টরে আমরা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি। এসেক্টরে দ্রুত সময়ের মধ্যে আমাদের দেশে ১৫ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে।আমি যেহেতু আইসিটি’র মানুষ।আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গোপালগঞ্জের বেকার সমস্যা সমাধানে আমাকে সর্বোচ্চ সহযোগিতা দেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

আমি আশাবাদি সবার সহযোগিতা নিয়ে আমার নির্বাচনী ওয়াদা পূরণে সফল হবো। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসিন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ লূৎফর রহমান বাচ্চু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সুশীল কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে মুহূর্তের মধ্যে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুম কর্মী সমার্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ফুলের শুভেচ্ছা ও ফটোসেশনে উপভোগ্য হয়ে ওঠে কনফারেন্স রুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর